প্রাণের ৭১

ফেনীতে দিনে-দুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি করে হত্যা !

ফেনী প্রতিনিধি- ফেনীর দাগনভূঞায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধু খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় জাহাঙ্গীর নামে এক সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে। তবে ঠিক কি কারণে জাহাঙ্গীর এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তারা বলতে পারেননি।

আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শারমিন ওই বাড়ীর শামছুল হকের মেয়ে।

জানা যায়, ৮ মাস আগে শারমিনের বিয়ে হয়। তার স্বামীর বাড়ি নোয়াখালীর সেনবাগের চৌমুনশীর দরগাহ বাড়ী। কিছুদিন আগে শারমিন বাবার বাড়িতে বেড়াতে আসে। হত্যাকান্ডে অভিযুক্ত জাহাঙ্গীর বিগত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*