প্রাণের ৭১

Thursday, April 26th, 2018

 

বিলুপ্ত প্রানী চিতা বাঘ

মিরসরাইতে মৃত চিতাবাঘ উদ্ধ্যার

মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ব্রিজের পাশে   চিতা বাঘটি মৃত অবস্থায় দেখা যায়।  স্থানীয়রা জানান গতকাল (২৫ এপ্রিল বুধবার) আনুমানিক রাত ১০ টার দিকে রাস্তায়  একটি সিএনজি চালিত ট্যাক্সির সাথে চিতা বাঘটির আঘাত লাগে ।  ট্যাক্সিটি দুর্ঘটনায় ঘটে এতে ৪ জন যাত্রি আহত হয়। পরদিন হিঙ্গুলী ব্রিজের কাছে জঙ্গলে চিতা বাঘটির মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা।