চলে গেলেন সাবেক বিচারপতি আমিরুল কবীর চৌধুরী
চলে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী। (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আমিরুল কবীর চৌধুরীর ছোট জামাই রাজিন আহমেদ সাংবাদিকদের জানান, বার্ধক্যজনিত সমস্যায় গত ২৫ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। অবশেষে তিনি মঙ্গলবার ইন্তেকাল করেন।
বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম গোলাম কবির চৌধুরী এবং মায়ের নাম গোলনর বেগম চৌধুরী।
« ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু হলো ‘ডাউনভোট’ বাটন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: ৭ মে কেপ ক্যানাভেরালে বৃষ্টির সম্ভাবনা! »