নামাযরত মুসল্লীদের উপর পরপর দুইদফা বোমা বিস্ফোরন! নিহত ২৫
নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মুবি শহরে ওই বিস্ফোরণে ঘটনায় আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
আদামাওয়া প্রদেশের পুলিশ কমিশনার আব্দুল্লাহি ইয়ারিমা বলেছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী দুপুর ১টার দিকে মসজিদে নামাযরত মুসল্লীদের উপর বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় মুসল্লিরা বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে যাওয়ার সময় মসজিদের ২০০ মিটার দূরে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রদেশটির পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর বলেছেন, আমি এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থল বোমা নিষ্ক্রিয়কারী দল ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঘিরে রেখেছে।
আদামাওয়া প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা হাম্মান ফুরো মঙ্গলবারের হামলাকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, তারা একজন যুবককে সুইসাইড ভেস্ট পরে মসজিদে ঢুকতে দেখেছেন।
কেউই তাৎক্ষণিকভাবে ওই হামলা দুটির দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ বলছে, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি বোকো হারামই চালিয়েছে।
আবু বকর নামে একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছে মসজিদে মুসল্লিদের প্রার্থণা করার সময় প্রথমবার বোমা ফাটে। তখন চারজন নিহত হয়। সবাই যখন প্রাণ বাঁচাতে মসজিদ থেকে বের হচ্ছিল তখন ফাটে দ্বিতীয় বোমাটি। তখন ২১ জন ঘটনাস্থলেই নিহত হয়।
উল্লেখ্য, এই বোমা হামলার ঘটনাটি ঘটলো বর্ণো প্রদেশের মাইদুগুরিতে আত্মঘাতি বোমা হামলায় চারজন নিহত হওয়ার একদিন পর। একইসাথে গেলো ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মুবি মসজিদে হামলার ঘটনা ঘটলো। গেলো বছরের নভেম্বরে ফজরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়