প্রাণের ৭১

আমাকে জুতা মারার হুমকি দিয়েছে – আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে প্রকাশ্যে জুতা মারার হুমকি দিয়েছেন ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু। এ বিষয়টি উল্লেখ করে নিজেই ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমাকে প্রকাশ্যে মারার ঘোষণা দিয়েছে ছাত্রমৈত্রীর প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। কোটাসংস্কার আন্দোলনের জের ধরে এর সঙ্গে সংহতি জানানো ব্যক্তিদের ফেসবুকে কটূবাক্য করেছিলেন তিনি। এ নিয়ে ফেসবুকে অন্যদের সঙ্গে আলাপের একপর্যায়ে আমার নাম উলে­খ করে প্রকাশ্যে এই হুমকি দেওয়া হয়। আমার অবাক লাগছে এটা ভেবে যে, কি অবলীলায় এদেশে এখন প্রকাশ্যে একজনকে মার দেওয়ার হুমকি দেওয়া যায়!’ এ বিষয়ে ড. আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছিলেন। ওই সময় জাহানারা ইমাম আসিফকে জুতা পেটা করার ঘোষণা দিয়েছিলেন। জাহানারা ইমাম মারা গেছেন। আমরা এখন তাঁর নির্দেশনা বাস্তবায়ন করব।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*