প্রাণের ৭১

মাদ্রাসা শিক্ষক ইমামের ধর্ষনচেষ্টা, কিশোরীর আত্মহত্যা

শনিবার দুপুরে ত্রিশাল উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোবারক হোসেনের যৌন হয়রানির শিকার হয় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী।

 

নির্যাতনের অপমান সইতে না পেরে শনিবার সকালে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে মারা যায় মেয়েটি। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

এ ঘটনায় ত্রিশাল থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এদিকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

 

স্বজনরা বলেন, এরকম ইমাম সাহেব যেন আর কোথাও চাকরি করতে না পারে।

 

আরেকজন বলেন, ‘আমরা হুজুরদের বিশ্বাস করি বলেই মাদ্রাসায় পড়তে দেই। এর একটি সুষ্ঠু বিচার হোক।’

ত্রিশাল থানা ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ‘পানি দেয়ার জন্য ডেকে নিয়ে যায় ওই হুজুর। পরে তাকে জড়িয়ে ধরলে সেটা অন্য একজন দেখে ফেলে। বিষয়টা জানাজানি হলে মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*