ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!
শামিন মণ্ডল নামে এক যুবকের যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সোনাডাঙায়। আশঙ্কাজনক অবস্থায় আহত শামিন মণ্ডল বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
শামিম মন্তেশ্বরের রুইগড়িয়া গ্রামের বাসিন্দা। আর মন্তেশ্বরেরই মেজিরিয়া গ্রামের বাসিন্দা অভিযুক্তরা।
« এসএসসি ফল, সারাদেশে ৫ জনের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঈদের পর আন্দোলন কর্মসূচি দিব -মওদুদ আহম্মদ »