প্রাণের ৭১

বরকে বশ করতে সোনমকে বুদ্ধি দিলেন আনুশকা

ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে অবশেষে বিয়ে সারলেন সোনম কাপুর। রীতিমতো বহু সপ্তাহ আগে থেকেই সোনমের বিয়ের আনন্দে মেতে ছিল বলিউডপাড়া।

 

তবে সোনমের বিয়েতে হাজির থাকতে পারেননি আনুশকা ও বিরাট দুজনেই। কিন্তু সোনমকে মেসেজ করতে ভোলেননি আনুশকা শর্মা৷ শুভেচ্ছার সঙ্গে সোনমকে অল্পস্বল্প টিপসও দিয়েছেন তিনি৷ বিশেষ করে বরকে কীভাবে বশে রাখা যায়।

 

টুইটারে সোনমকে আনুশকা লিখলেন- সোনম ও আনন্দ দুজনের জন্যই রইল অনেক শুভকামনা, ভালোবাসা ও সারা জীবনের জন্য আনন্দ। ওয়েলকাম টু দ্য ক্লাব। জীবন ও ভালোবাসার এই যাত্রাটা খুব সুন্দর।

 

আনুশকার টুইটের জবাবেও ধন্যবাদ জানালেন সোনম কাপুর৷






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*