ইয়াবা সহ লক্ষীপুরে ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার
লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোশারফ হোসেন মুশু পাটওয়ারী নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যামাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারের ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নিজ কার্যালয়ে বসে ইয়াবা সেবন করা অবস্থায় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটওয়ারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিচ ইয়াবা ও সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। এ সময় র্যাব -১১’র লক্ষ্মীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান বলেন, দেড় বছর ধরে তিনি ইয়াবা সেবন করেন বলে স্বীকার করেছেন। পরে তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।