বদলে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নাম অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি জানান, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে এই মন্ত্রণালয়ের নাম বাংলায় ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’ এবং ইংরেজিতে ‘Ministry of Environment, Forest and Climate Change’ হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে যে বিরূপ প্রভাব পড়ছে সেসব বিষয়কে বিবেচনায় নিয়েই মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান মোহাম্মদ শফিউল আলম।
« যমজ পুত্রসন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে গলাকেটে হত্যা »