৩ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার হুজুর গ্রেফতার।
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরের নহাটা পানিঘাটা গ্রামের পানিঘাটা হাফেজি মাদ্রাসার প্রধান ওস্তাদ হাফেজ আলাউদ্দিনকে (৩০) ৩টি ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই শিশুদেরসহ আলাউদ্দিনকে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
আটক আলাউদ্দিনের বাড়ি সদরের চাপোল গ্রামে।
বলাৎকারের শিকার এক শিশুর বাবা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষক গভীর রাতে এক একজন করে শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। এ সময় সে শিশুদের এ ঘটনা প্রকাশ করলে গলায় রক্ত উঠে মরে যাবে বলে ভয় দেখায়। কোমলমতি শিশুরা ভয়ে কাউকে কিছু বলতে সাহস পায়নি। গতরাতে একটি শিশুকে ডেকে নিয়ে গেলে অপেক্ষাকৃত বড় অন্য কয়েকজন শিশু তা দেখে ফেলে। এ সময় তারা স্থানীয় মুরব্বিদের ডেকে হাতেনাতে ওই শিক্ষককে আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান, ওই মাদ্রাসা শিক্ষককে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।