ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শহরতলীর দাউদপুর কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার সন্দেহ হলে র্যাব গাড়ি থামাতে সংকেত দেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এ সময় চালকের আসনে থাকা ফারুক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্ধুক, চার রাউন্ড গুলি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। নিহত ফারুক চট্টগ্রামের চন্দনাইশ এলাকার অলি আহাম্মদের ছেলে।
ফারুকের বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা বিভিন্ন থানায় রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ফেনী র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম এক মাদক ব্যবসায়ীর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।