প্রাণের ৭১

মরণোত্তর দেহ দান করলেন তসলিমা

মরণোত্তর দেহদান করলেন ভারতে বসবাসরত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার ফেসবুক একাউন্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন এই তথ্য।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এআইআইএমএস এ দেহদান করে এসেছেন তিনি। তার ইচ্ছা, গবেষণার কাজে ব্যবহার করা হোক তার দেহ। সেই প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ হয়েছেন তিনি।

 

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে। কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।’

 

 

 

এছাড়া টুইট বার্তাতেও জানিয়েছেন একইরকম তথ্য। তিনি বলেন, ‘AIIMS-এ গবেষণা ও শিক্ষার জন্য আমি দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*