কুষ্টিয়ার দৌলতপুরে চলন্ত অটোরিক্সায় উড়না জড়িয়ে জবা (১৮) নামে কলেজ ছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে চলন্ত অটোরিক্সায় উড়না জড়িয়ে জবা (১৮) নামে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে ।
শনিবার (২৬শে মে ২০১৮ইং) সকাল ১০টার দিকে উপজেলার জুনিয়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত জবা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদার পাড়া গ্রামের। ইঞ্জিনিয়ার শাকিলের ছোট বোন, আব্দুল রশিদের মেয়ে ।
প্রত্যাক্ষর্দশীরা জানান ঘটনা স্থল থেকে মেয়েটাকে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মাঝে সে মারা যায়।
এ বিষয়ে জবার চাচা জানান আমরা অটোরিক্সায় চড়ে রাইটা পাথর ঘাটায় বেড়াতে যাচ্ছিলাম জুনিয়াদহ দহ এলাকাতে পৌঁছালে হঠাৎ সজোরে শব্দ হয়, তাকিয়ে দেখি জবার নিজের ব্যবহার করা উড়না জড়িয়ে গেছে অটোর চাকার সাথে বুঝে উঠার আগে ঘটনাটি ঘটে গেল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়েছে।