প্রাণের ৭১

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘অদম্য সেরা হাফেজ অন্বেষণ’ প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

মিরসরাইয়ে ‘অদম্য সেরা হাফেজ অন্বেষণ’ প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।   ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।

 

শনিবার উপজেলার মিঠাছরা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এই প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।   এতে ১৮টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।   বিচারকদের নম্বরের ভিত্তিতে ফাইনাল রাউন্ডে নির্বাচিত হন ১০ জন।   বিচারক ছিলেন হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ কলিম উল্যাহ ও হাফেজ মোহাম্মদ জাকির হোসেন।

 

ইয়েস কার্ড পাওয়া ১০ প্রতিযোগী হলেন মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার আহমেদ ওয়াকী, বড়তাকিয়া জাহেদিয়া হেফজ ও এতিমখানার শেখ নাফিউল আতিক, বাইতুন নূর হাফেজিয়া মাদ্রাসার শহিদুল ইসলাম, মাদবারহাট ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আব্দুল আজিজ, মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার মুসলিম উদ্দিন, জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসার মাহতাব উদ্দিন ও আলা উদ্দিন, মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার আবু ছাইদ, দারুল কোরআন ইসলামী একাডেমীর সাইদুল ইসলাম ও আজিম উদ্দিন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*