প্রাণের ৭১

রাজধানীতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

রাজধানীর উত্তরা এলাকা থেকে পেটভর্তি ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের সঙ্গে থাকা আরও চারজন বাংলাদেশি সহযোগীকেও আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, দুই রোহিঙ্গার মধ্যে একজন শিশু রয়েছে। তারা বিশেষ কায়দায় ইয়াবা প্যাকেট করে তা গেলার পরে টেকনাফ থেকে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান এলাকা থেকে রবিবার তাদের আটক করে ডিবি পুলিশ।

 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘দুই রোহিঙ্গা ইয়াবা বড়ি গিলে তা পেটে করে নিয়ে ঢাকায় আসে। ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এরপর রাতভর তাদের খাবার খাওয়ানোর পর ইয়াবাগুলো বের করা হয়েছে।’

 

এ বিষয়ে সোমবার (২৮ মে) দুপুরে ডিএমপিতে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*