প্রাণের ৭১

লিবিয়ায় সেনা ও জঙ্গি যুদ্ধ : নিহত ৬

লিবিয়ার পূর্বাঞ্চলীয় ডারনা নগরীতে শনিবার সামরিক বাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়াবহ যুদ্ধে দুই সৈন্য ও ৪ জঙ্গি নিহত হয়েছে। সামরিক বাহিনী এ সময় নগরীর নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছিল। খবর সিনহুয়া’র।
ডারনা সামরিক অপারেশন চেম্বার-এর এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়া’কে বলেন,‘আমাদের বাহিনী ডরনার পূর্বাঞ্চলীয় আল-ফাতা’হের দিকে এগিয়ে গেছে। ভোর থেকে শুরু করে রাতের শেষার্ধ পর্যন্ত ভয়াবহ যুদ্ধের পর আমাদের বাহিনী এখন ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার প্রায় কাছাকাছি রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের তব্রুক সামরিক এলাকার দুই সৈনিক এতে নিহত হয়, এবং আমরা চার সন্ত্রাসীকে হত্যা করি।’
লিবিয়ায় ইউএন সাপোর্ট মিশন-এর সমন্বয়ক মারিয়া রিবেইরো ডারনায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে বৃহস্পতিবার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
সেনাবাহিনী জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা উপকূলবর্তী ডারনা নগরী নিয়ন্ত্রণে নেয়ার জন্যে এই সামরিক অভিযান শুরু করে।
হাসপাতাল ও সেনা সূত্রে জানা গেছে, যুদ্ধে এ পর্যন্ত অন্ততঃ ৩০ সৈন্য নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*