সীতাকুণ্ডে ২ ত্রিপুরা কিশোরী হত্যার বিচারের দাবিতে বান্ধরবান রুমা উপজেলাতে মানবন্ধন।
বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে গত ১৮ মে দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের পর হত্যার বিচারের দাবীতে বান্দরবানে রুমা উপজেলা সদরে মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদ ও রুমা উপজেলা সচেতন নাগরিক ব্যানারে।
আজ সোমবার সকালে রুমা সদর উপজেলা হরি মন্দিরে সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলা পরিষদে চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, ৩নং রেমাক্রি প্রাংসা সাবেক চেয়ারম্যান ইউ জিন ত্রিপুরা(মেস্তরাম), ,ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুবাস ত্রিপুরা,রুমা উপজেলা প্রেস ক্লাবে সভাপতি শৈহ্লাচিং মারমা,সার্ক মানবাধিকার সাধারণ সম্পাদক উ:নাইন্দিয়া থের, ,শিক্ষক গর্ডেন ত্রিপুরা ও বিয়েল ত্রিপুর,পল ত্রিপুরা,সংবাদকর্মীগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত আবুল হোসেনসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এর ব্যর্থ ঘটলে অন্যথায় পাহাড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত ছিলেন।