প্রাণের ৭১

তিন চক্রান্তে খালেদার মুক্তিকে শর্ত করছে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অস্বাভাবিক পরিস্থিতি তৈরি, দুর্নীতিবাজদের ফিরিয়ে আনা ও নির্বাচন ভন্ডুলের তিন চক্রান্ত সফল করতেই নির্বাচনে অংশ নিতে খালেদার মুক্তিকে শর্ত দিচ্ছে বিএনপি।’
রোববার রাজধানীর মিরপুরে ক্যাপিটাল টাওয়ার হলে জাসদ ঢাকা-পশ্চিম আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
জাসদ সভাপতি ইনু এসময় বলেন, ‘নির্বাচন কখনোই বিএনপি’র এজেন্ডা ছিল না। ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবির পর থেকেই সংবিধানবহির্ভূত পথে ক্ষমতা দখলের অপচেষ্টা করেছেন খালেদা জিয়া।’
‘সেই পথ চক্রান্তের, সেই পথ ষড়যন্ত্রের’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া হেফাজতের তান্ডব, আগুন সন্ত্রাসে মানুষ পুড়িয়ে মারা, জ্বালাও-পোড়াও, রেললাইন উপড়ে ফেলার দানবীয় পথ বেছে নিয়েছেন এবং বিএনপি’কে অপরাধী-দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত করেছেন।’
ইনু বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার লিপ্সায় তিনি (বেগম জিয়া) জাতিকে বার বার বিপদের মুখে ঠেলে দিয়েছেন’।
‘বিএনপি’র বোঝা উচিত, খালেদা দন্ডপ্রাপ্ত আসামী আর তার সাজা বা মুক্তির বিষয়টি আদালতের হাতে’, ব্যাখ্যা করেন মন্ত্রী।
জাসদ ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে ইফতারপূর্ব সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আখতার, নূরুল আখতার ও শফিউদ্দিন মোল্লা, ঢাকা পশ্চিমের সাধারণ সম্পাদক নূরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*