রাশিয়ার কোথায় অবস্থান করবেন মেসি-নেইমাররা?
স্পোর্টস ডেস্কঃ রাশিয়ার কোথায় থাকবেন মেসি-নেইমাররা? মেসি-নেইমারদের রাশিয়ায় ক্ষণস্থায়ী আবাস নিয়ে আজ কথা বলবো আমরা।
আর্জেন্টিনা : ফুটবলবিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। এ দলে আছেন লিওনেল মেসির মতো জনপ্রিয় তারকা। তাই মেসির টিম হোটেলের দিকে কড়া চোখ থাকবে ভক্ত হতে শুরু করে পাপারাজ্জিদের। এবারের বিশ্বকাপে মেসিদের অবস্থান হবে মস্কোর দক্ষিণ-পূর্বের ৫০ কিলোমিটার দুরের শহর ব্রনিটসিতে।
স্পেন : ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় এর আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। তবে এবারের স্পেনকে ভাবা হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে। রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ সব বিভাগেই রয়েছে অসাধারণ খেলোয়াড়।
সার্জিও রামোসরা বিশ্বকাপ চলার সময়ে থাকবেন দক্ষিণ রাশিয়ার শহর ক্রাসনোডারে। শহরটি কৃষ্ণসাগর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
ফ্রান্স : রাশিয়া বিশ্বকাপ জিতবে কে? এমন প্রশ্ন যদি কোনো ফুটবল ভক্তকে করেন তাহলে যে কয়েকটি দলের নাম আসবে তার মাঝে ফ্রান্স থাকবেই। থাকবেই না-বা কেন? ওসমান ডেমবেলে-কিলিয়ান এমবাপ্পে-গ্রিজম্যানদের মতো তারকা থাকলে উল্টে দিতে পারে সব হিসাব-নিকাশ। রাশিয়া বিশ্বকাপে ফরাসি ফুটবলাররা থাকবেন মস্কোর উত্তর-পশ্চিমের শহর ইস্ত্রা’তে। ইস্ত্রা-মস্কোর দূরত্ব ৪০ কিলোমিটার।
ব্রাজিল : ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খেয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এবার শিরোপার অন্যতম দাবিদার সেলাকাওরা। নেইমার-জেসুস-কৌতিনহোদের হারিয়ে বিশ্বকাপ জয় করা অন্য দলগুলোর জন্য ঘাম ঝরাতে হবে অনেক।
ব্রাজিল দলের বিশ্বকাপে অবস্থানের দিকে চোখ থাকবে গোটা বিশ্বের ফুটবল অনুরাগীদের। রাশিয়ায় ব্রাজিল থাকবে কৃষ্ণসাগরের তীরের শহর সোচিতে। শহরটি পরিচিত বিলাসবহুল বিচ রিসোর্টের জন্য।
জার্মানি : রাশিয়া বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। এ দলে মেসি-নেইমারদের মতো বহুল আলোচিত তারকা না থাকলেও সব বিভাগেই রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়।