ফেনীতে পুকুরে ডুবে দেড়বছর বয়সী শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি: পুকুরে ডুবে জান্নাতুল রিমি (১৮মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহঃবার(৭জুন) সন্ধ্যায় সদর উপজেলার জোয়ার কাছাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের নুর মোহাম্মদ সওদাগর বাড়ির এমরান আহম্মদের কন্যা। রিমির বড় আরেকটি ভাই রয়েছে।
পরিবার ও বাড়ির লোকজন জানায়, ওইদিন ইফতারের আগ মূহুর্তে রিমিকে না পেয়ে সবাই খুঁজতে বের হয়। এক পর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
রাতেই জানাজার নামাজ শেষে তাকে পারিবারক কবরস্থানে দাফন করা হয়।
m/1
« এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না: এরশাদ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ‘বিচারবহির্ভূত হত্যায়’ বৈশ্বিক উদ্বেগ বাড়ছে »