দলের খেলোয়াড়দের খেলা দেখতে রাশিয়া যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান
আন্তর্জাতিক ডেস্ক :: আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পসকভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজ ও আল আরাবিয়ার।
ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, নিজ ফুটবল দলের সমর্থনে মোহাম্মদ বিন সালমান রাশিয়ার বিশ্বকাপের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন। প্রথম কোনো আরব দল হিসেবে সৌদি ফুটবল দল ১৪ জুন রাশিয়ার বিরুদ্ধে খেলবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গত ২১ এপ্রিল গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবর রটেছিল। ওই ঘটনার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, সৌদি যুবরাজ আহত হয়ে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। তার শারীরিক অবস্থা নিয়েও শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
এর পর যুবরাজ সালমানকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।