পানির নিচে চট্টগ্রাম
টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রামের অধিকাংশ এলাকা। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টি নামায় অনেক এলাকা কোমর সমান পানিতে ডুবে জলাবদ্ধতা সৃষ্টি করেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ষোলশহর, মুরাদপুর, প্রবর্তক, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর নিম্নাঞ্চল কোমর পানিতে তলিয়ে গেছে। আগ্রাবাদ এলাকার এক্সেস রোড, শান্তিবাগ, শ্যামিলী আবাসিক, ছোটপুল এলাকা কোমর পানির নিচে তলিয়ে গেছে।
অনেক এলাকায় মানুষ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে চরম বিপদে পড়েছেন। মাঝপথেই গাড়ি আটকে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন তারা। কাপাসগোলা, প্রবর্তকসহ নগরীর অনেক এলাকাতেই সিএনজি ট্যাক্সির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় শত শত ট্যাক্সি আটকে গেছে। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে গেছে।
« মুন্সিগঞ্জে ইফতার খেয়ে ২০ জন অসুস্থ, ঢামেকে ভর্তি (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সোমবারই এশিয়াকাপজয়ী মেয়েদের সংবর্ধনা দেবে বিসিবি »