প্রাণের ৭১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাস্টিন ট্রুডোর বৈঠক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কানাডার স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) ফেয়ারমন্ট ল্যা শাটো ফ্রন্টেন্যাক হোটেলের তৃতীয় তলায় অবস্থিত পেটিট ফ্রন্টেন্যাক কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রী কুইবেক থেকে টরোন্টো উদ্দেশে রওনা দেন। টরোন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে বিকেলে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।

১১ জুন (সোমবার) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এর আগে কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা। সেখানে সন্ধ্যায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের সম্মানে কানাডার গভর্ণর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*