প্রাণের ৭১

ঈদে অতিরিক্ত যাত্রী বহন না করতে নৌপরিবহন অধিদফতরের নির্দেশ

আসন্ন ঈদুল ফিতর ও বর্ষা মৌসুমে অতিরিক্ত যাত্রী ও ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল বহন না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নৌপরিবহন অধিদফতর।
নৌপথে চলাচলকারী যাত্রীদের জান-মালের নিরাপত্তা বিধান এবং দুর্ঘটনামুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতা অবলম্বনেরও আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদফতর। আজ এক তথ্য বিবরণীতে এই সতর্কতা অবলম্বনেরর আহ্বান জানানো হয়।
তথ্য বিবরণীতে নির্ধারিত সংখ্যক ও নির্ধারিত গ্রেডের মাস্টার এবং ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করা, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলে নৌযানের যাত্রা স্থগিত করা, অতিরিক্ত যাত্রী ও ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল বহন পরিহার করা, পথিমধ্যে ঝড়ের আশংকা দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে সরিয়ে বা ভিড়িয়ে রাখা, বৈধ কাগজপত্র বিহীন নৌযান পরিচালনা হতে বিরত থাকা, নৌযানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ না করা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ না করা এবং সব বালু, মাটি, ইট বা পণ্যবাহী ট্রলার অথবা ড্রেজার ও ইঞ্জিন চালিত নৌযান রাতের বেলায় চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*