প্রাণের ৭১

দেশে ফিরলো এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ; ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি

ঢাকায় ফিরলো টি-২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিকেলে ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়া থেকে ইউএস বাংলা ফ্লাইটযোগে ঢাকায় পা রাখে সালমা-রুমানারা।
এদিকে, এশিয়া কাপ জয়ী দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ঢাকায় আসার পর রাজধানীর একটি হোটেলে মহিলা দলকে সংবর্ধনা দেয় বিসিবি। সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা দলকে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা।
গতকাল, ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে। এই প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতলো সালমা-রুমানারা। ফলে মহিলাদের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*