রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন।’
তিনি বলেন, বিমান বাহিনী প্রধান তার মেয়াদকালে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের আকাশসীমার নিরাপত্তার পাশাপাশি জাতির গঠনমূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য বংলাদেশ বিমান বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া তাঁর মেয়াদকালে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
« সরকার রোহিঙ্গা শিবিরে কর্মরত ত্রাণ কর্মীদের বিশেষ ক্যাটাগরির ভিসা ইস্যু করছে : প্রধানমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্বে সমৃদ্ধির মহাসড়কে দূর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে : মোস্তাফা জব্বার »