যারা মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
আর মাত্র দুই দিন। দেখতে দেখতে ঘনিয়ে এসেছে সেই কাঙ্ক্ষিত সেই সময়। তারপরেই শুরু হয়ে যাবে হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ। তবে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান মাতাবেন গ্লোবাল মিউজিক আইকন রবি উইলিয়ামস। তার সঙ্গে যোগ দেবেন রাশিয়ার তরুণ সপরানো শিল্পী আইদা গারিফুলিনা। বিশ্বকাপের মহিমা বর্ণনায় থাকবেন ব্রাজিলের হয়ে দুইবার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো।
এখানেই শেষ নয়, বরং শুরু। থাকছেন পপ সঙ্গীত জগতের সুপারস্টার রবি উইলিয়ামসও। তবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে অন্যগুলোর থেকে একেবারেই আলাদা। এবার সঙ্গীতায়জনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে। লম্বা সময় ধরে হবে গান-বাজনা। যা চলবে ম্যাচ শুরু হওয়ার আধঘণ্টা আগ পর্যন্ত। স্থানীয় দর্শকদের মাতাবেন রাশিয়ান তরুণ শিল্পী আইদা গারিফুলিনা। তবে, আয়োজক দেশের সংস্কৃতি, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐহিত্য তুলে ধরার বিষয়টি একই থাকবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত আইদা গারিফুলিনা, রবি উইলিয়ামস এবং রোনাল্ডোও।
আইদা গারিফুলিনা বলেন, ‘আমার বিশাল একটি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’
এদিকে, দুইবারের বিশ্বকাপ জয়ী রোনাল্ডো বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নেয়াটা আমার জন্য অনেক আবেগের বিষয়। চার বছর আগে হওয়া ব্রাজিল বিশ্বকাপ এখনো আমি অনুভব করি।’