প্রাণের ৭১

যা আছে ট্রাম্প-কিমের যৌথ নথিতে?

আন্তর্জাতিক ডেস্ক- সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক যৌথ নথিতে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে ওই নথিতে স্বাক্ষর করেন তারা।

দুই নেতা নথিতে স্বাক্ষর করার পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আজকে যা ঘটেছে তার জন্য আমরা খুবই গর্বিত। আমরা উভয়ই কিছু করতে চাই এবং করতে যাচ্ছি।’

ট্রাম্প-কিমের যৌথ ঘোষণার চারটি মূল পয়েন্ট চিহ্নিত করেছেন বিবিসির সাংবাদিক লরা বিকার।

১. দুই দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া নিজেদের মধ্যে নতুন সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছে।

২. কোরীয় উপদ্বীপে টেকসই এবং স্থিতিশীল শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একসঙ্গে কাজ করবে।

৩. চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজোম ঘোষণা পুনর্নিশ্চিত করে কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে কাজ করতে উত্তর কোরিয়ার প্রতিশ্রুতি।

৪. ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে তা অবিলম্বে পুনর্বাসনের অন্তর্ভুক্ত করাসহ যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া পিওএম বা এমআইএ পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।

দুই নেতার মুখোমুখি বৈঠক ৪০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ও কিমের ব্যক্তিগত বৈঠক মোট ৩৮ মিনিট স্থায়ী হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই নেতাই সেন্তোসা দ্বীপ ছেড়ে যান। দুপুরের মধ্যেই দুই নেতা তাদের নিজ নিজ দেশের উদ্দেশে রওয়ানা হবেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*