“শিরোনামটা লিখতে লজ্জা হচ্ছে ” বিস্তারিত পড়ুন
বিদেশ হতে পাঠানো টাকার হিসাব দিতে না পারায় গাইবান্ধায় বিদেশ ফেরত ছেলের ব্যাটের আঘাতে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক ছেলের নাম জিয়াউল হক। সে গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। এঘটনার পর সদর থানা পুলিশ জিয়াউল হক কে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, সাহপাড়া উইনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়াউল বিদেশে ছিলো। বিদেশ থেকে বাংলাদেশে মায়ের কাছে কিছু টাকাও পাঠায়। দেশে ফিরে মায়ের নিকট সে টাকার হিসাব চাইলে মা তা দিতে পারেনা আর তাতে ছেলে ক্ষিপ্ত হয়ে মার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে জোরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে বাড়ীর লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিয়াউল হক কে আসামী করে তার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্থান্তর করা হবে।