ফেনী- মিরসরাইতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, স্থানীয়দের মোকাবেলার চেস্টা।
বৃষ্টির পানিতে সৃষ্টি পাহাড়ি ঢল নেমে আসছে ফেণী মুহুরি নদীতে বিপদ সীমার উপরে পানির অবস্থান। এপর্যন্ত বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। বিভিন্ন স্থানে স্থানিয় মানুষ
মোকাবেলা করার চেস্টা করছে।
চারদিকে শুধু পানি আর পানি । রাস্তাঘাট, পুকুর, জমি, স্কুল প্রতিষ্ঠান সব পানিতে একাকার। নদীর গভীরতা কমে যাওয়ায় দ্রুত পানি সাগরে প্রবাহিত হচ্ছেনা। এতে নদীর আশেপাশে প্রায় ৫০ টা গ্রামে পানি ডুকে যায়। বন্যা আক্রান্ত এলাকার স্থানীয় লোকজন নিজ উদ্যেগে রাস্তা সংস্কার, আক্রান্ত ব্যাক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং খাবার সরবরাহ করছে।
বন্যা অতি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও কোথাও পিচ ঢালা রাস্তাও ভেঙে যায়।
পুকুরপাড় ডুবে যায়, এতে পুকুরের মাছে চলে যাচ্ছে বন্যার পানিতে। মৎস্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
অল্পের জন্য ঘরের ভিতরে পানি প্রবেশ করচেনা, কিছু কিছু গ্রামে ঘরে ভিতর পানি ডুকে গিয়েছে।
তবে রাতভর বৃষ্টি হলে ডুবে যাবে আরো শত শত ঘরবাড়ি। আতঙ্কে রয়েছেন গ্রামবাসি।
গোয়ালের গরু, ছাগল সরিয়ে নেওয়া হয়েছে উচু নিরাপদ স্থানে। টিউবয়েল ডুবে গিয়েছে বিভিন্ন এলাকায় এতে পানীয় জলের অভাব পড়েছে।
ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিপাকে আছেন মা বাবা, তাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিচ্চেন।
মাটির চুলায় পানি ডুকে যাওয়ায় রান্নাবান্না করতে না পারায় অনেকে উপাস থাকতে হচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারন দিন মজুর ও সাধারন মানুষ স্বাভাবিক জীবন ধারন কষ্টকর হয়ে যাবে।
এমনত অবস্থায় যেসব এলাকা প্লাবিত সেসব এলাকা চিহ্নিত করে সরকার থেকে দ্রুত ত্রাণের ব্যবস্থা করা খুবই প্রয়োজন জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনগন
আকতারুজ্জামান টিটু