প্রাণের ৭১

বাঁধ ভেঙ্গে ফেনী ও মিরসরাইতে অনেক গ্রাম প্লাবিত

ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার ভারী বর্ষণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেয়ালে ফাটল সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর মুহুরি নদীর পানি ফুলগাজী ও পরশুরাম পয়েন্টে বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও ফেনী নদীর দক্ষিণ পাশে চট্টগ্রাম অংশে মিরসরাইতে আজমনগর গ্রাম, হিঙ্গুলী ইউনিয়ন, গনকছরা গ্রাম প্লাবিত হয়।

দেশের অন্যান্য অঞ্চলেও অনেক নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের খোয়াইর নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার, মৌলভীবাজারে মনু নদীর পানি ৮৮ সেন্টিমিটার, কমলগঞ্জে উপজেলার দলইয়ের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*