৫-০ গোলে সৌদিকে নাকে-মুখে পরাজিত করলো রাশিয়া
স্পোর্টস্ ডেস্ক :: রুশ বিপ্লবে উড়ে গেল সৌদি সাম্রাজ্য৷ উদ্বোধনী ম্যাচে জমজমাট লড়াই৷ ফিফা ব়্যাঙ্কিংয়ে রাশিয়ার চেয়ে তিনধাপ এগিয়ে থাকলেও মাঠের খেলায় রাশিয়ার বিরুদ্ধে গোলদুর্গ অক্ষত রাখতে পারল না সৌদি আরব৷ পুরো ম্যাচেই আধিপত্য রাশিয়ার৷ রাশিয়ানরা যেন নাকে-মুখে পরাজিত করল সৌদিকে। রেড আর্মি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতল ৫-০ ব্যবধানে৷ গ্রুপ এ’র প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে শুরু করল পুতিনের দেশ৷
প্রথমার্ধে ফিফার ক্রমতালিকায় পিছিয়ে থাকা দুই দলই একাধিকবার চোরা আক্রমণে উঠলেও শুরুতে কোনও দলই গোলমুখে খুলতে পারেনি৷ এরপর ১২ মিনিটের মাথায় অ্যালেকজান্দ্রো গোলোভিনের ক্রস থেকে হেডে গোল য়ুরি গাজিনস্কির৷ ৪৩ মিনটে দ্বিতীয় গোল বদলী হিসেবে নামা চেরিসেভের৷
ম্যাচের ৭১ মিনিটে আলেকজান্দ্রো গলোভিনের ক্রস থেকে বিশ্বমানের হেডে গোল স্কোরলাইন ৩-০ করেন রুশ স্ট্রাইকার অর্টেম জিউবার৷ বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করেন তিনি৷ এরপর ৮৩ মিনিটে ব্যবধান আরো বাড়ানোর পাশাপাশি অসাধারণ ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন চেরিসেভ। ৯০ মিনিটের নির্ধারিত খেলা শেষে অতিরিক্ত ৪মিনিটের শেষ সময়ে সৌদি কফিনে শেষ পেরেক ঠোকেন ফ্রিকিকে রাশিয়াকে গোল উপহার দেয়া গোলোভিন।