ভিডিওবার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভিডিওবার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন।
ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।
তিনি আরও বলেন, আমি জানি সবাই আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছান ও আবার আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন সেটাই কামনা করি।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেই কামনা করি, সবাইকে আবারও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক।
সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা …….
Posted by Ashraful Alam Khokan on Friday, June 15, 2018