লজ্জাজনক হার আর্জেন্টিনা’র!
প্রথমার্ধ গোলশূণ্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ভাগের শুরুতেই অ্যান্টি রেবিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের শেষে একেবারে ৮০ মিনিটে আরো একটি গোল খেয়ে বসে তারা, ফলে ২-০ তে এগিয়ে থাকে ক্রোয়েশিয়া।
নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৫ মিনিট সময়ে আর্জেন্টিনা কোন গোল করতে পারেনি,তবে ৯১ মিনিটে রকিতিচ আরো একটি গোল করে ফলে ৩-০ তে ম্যাচটি জিতে নেয় ক্রোয়েশিয়া।
এ ম্যাচটিতে হারের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে আর্জেন্টিনার। অপরদিকে আজকের ম্যাচটি জিতে দ্বিতীয়ার্ধ নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
« আপনিও কি বউরের কথা মত চলেন? তবে কি এমন বন্ধু আছে? (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নেইমার, কোটিনহো’য় চড়ে ব্রাজিলের শৈল্পিক জয়। »