প্রাণের ৭১

নেইমার, কোটিনহো’য় চড়ে ব্রাজিলের শৈল্পিক জয়।

সেন্ট পিটার্সবার্গে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে গোল করেছেন কুতিনহো ও নেইমার।
বক্সে কোস্টারিকার ডিফেন্ডার গঞ্জালেজ তাঁকে ভালোভাবে স্পর্শও করেনি, অথচ নেইমার এমনভাবে পড়ে গেলেন যেন তাঁকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়েছে! রেফারি সাদা চোখে ধরতে পারেননি ব্রাজিলীয় তারকার এই অভিনয়। হল্যান্ডের রেফারি কুইপার্স বিয়ন পেনাল্টির বাঁশি বাজালেন। কোস্টারিকার খেলোয়াড়দের বারবার অনুরোধে রেফারি দ্রুতই ভিএআরের সহায়তা নিলেন। রিপ্লেতে দেখা গেল, আসলেই ইচ্ছে করে পড়ে গেছেন নেইমার। সেন্ট পিটার্সবার্গে একটা নাটকই হলো ৭৮ মিনিটে।
পেনাল্টি না পেলেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি ব্রাজিলকে। যোগ করা সময়ে কুতিনহো এনে দিলেন জয়সূচক গোল। আর তাতেই যেন ঘাম দিয়ে জ্বর ছুটল ব্রাজিলের! ৯০ মিনিটের চেষ্টার পর অবশেষে গোলের দেখা পেয়ে ব্রাজিলিয়ান কোচ আনন্দের আতিশয্যে ডাগ আউটে আছাড় পর্যন্ত খেলেন! খানিক পরে নেইমারও গোল করে বুঝিয়ে দিলেন, জিততে হলে তাঁর পেনাল্টি লাগে না!






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*