প্রাণের ৭১

দুই পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ জুন) রাতে দলীয় দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আড়াইহাজার পৌরসভায় বিএনপি থেকে থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার। গোপালদী পৌরসভায় সদাসদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুসফিকুর রহমান (মিলন)।

থানা বিএনপির সভাপতি এ এম বদরুজ্জামান খসরু জানান, প্রস্তাব করে বুধবার কেন্দ্রে পাঠানো হলে মনোনয়ন বোর্ড শনিবার রাতে দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে।

পারভীন আক্তার বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার বিজয় মানে আড়াইহাজারের বিএনপির বিজয়। সাংবাদিকদের মাধ্যমে আপনাদের হাতে আমি ধানের শীষ প্রতীকটি তুলে দিলাম। আপনারা আমাকে জয়যুক্ত করে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করুন।

মুসফিকুর রহমান (মিলন) বলেন, আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ মুঠোফোনে প্রার্থীর নাম চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াইহাজার পৌরসভায় থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার এবং গোপালদী পৌরসভায় মুসফিকুর রহমান মিলনকে কেন্দ্র থেকে একক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*