সার্বিয়ার বিরুদ্ধে নেইমারকে পাচ্ছে ব্রাজিল
ম্যাচে জয় দরকার তাদের।
প্রথম ম্যাচে হালকা ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ব্রাজিলের ইনডোর অনুশীলনে অংশ নিতে পারেননি। তার ভেতর নেমে পড়েন কোস্টারিকার বিপক্ষে। ২-০ গোলে জেতা ম্যাচে শেষ গোলটি তার ছিল। ২৬ বছর বয়সী এই তারকা ইনজুরি থেকে সবে সেরে উঠে বিশ্বকাপে খেলতে আসেন।
সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘ডান পায়ে তার যে সমস্যা ছিল, এখন সেটি নেই। সে সম্পূর্ণ সেরে উঠেছে।
« বেকার সমস্যা নিরসনে ৯ বছরে সরকারি চাকরিতে ৬,১১,১৮৪টি পদ সৃষ্টি করা হয়েছে : সৈয়দ আশরাফ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) তুরস্কে নির্বাচনে এগিয়ে এরদোগান »