কতদূর যেতে পারবে আর্জেন্টিনা?
নাইজেরিয়ার বিপক্ষে দারুণ জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা। দিনের অন্য ম্যাচে আইসল্যান্ড ক্রোয়েশিয়ার বিপক্ষে হারায় কোনো সমীকরণের মুখোমুখি হতে হয়নি আলবিসেলেস্তেদের।
সেন্ট পিটার্সবার্গে ১৪ মিনিটের মাথায় মেসির গোলে এগিয়ে গেলেও বিরতির পর ৫১ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে সমতায় ফেরে নাইজেরিয়া। ৮৬ মিনিটের মাথায় আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে অসাধারণ গোল করে দলটিকে নক আউট পর্বে নিয়ে যান মার্কোস রোহো।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছেন আর্জেন্টাইনরা। গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচে কোন গোল করতে পারেননি মেসি। আর্জেন্টিনাও পায়নি কাঙ্ক্ষিত জয়। নাইজেরিয়ার বিপক্ষে করা এ গোলটিই রাশিয়া বিশ্বকাপে মেসির প্রথম গোল।
দলে ১ পরিবর্তন নিয়ে আজ সুপার ইগলদের বিপক্ষে মাঠে নেমেছেন মেসিরা। গোলরক্ষক উইলি ক্যাভালেরোর বিপরীতে আজ মাঠে নেমেছেন ফ্রাঙ্কো আরমানি।