প্রাণের ৭১

Saturday, June 30th, 2018

 

শানে রেসালাতে আঘাত, প্রতিবাদ করতে হবে, শানে রেসালাতে অবমাননা – সহ্য করা হবে না -আল্লামা ইমাম হায়াত আলাইহে রাহমা

নেদারল্যান্ডের জিয়ার্ট উইল্ডার্স কর্তৃক সত্য ও মানবতার মুক্তির উৎস মহান শানে রেসালাতে ব্যঙ্গচিত্র অবমাননার প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব আরেফ সারতাজ।