প্রাণের ৭১

বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোতে হাজির থাকবেন দশের অধিক দেশের প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইউরি উশাকভ জানিয়েছেন, বিদেশী অনেক নেতা ও উচ্চ পদস্থ কর্মকর্তারা আগামীকাল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ‘এ ম্যাচ দেখতে অনেক বিদেশী মেহমান উপস্থিত থাকবেন : সম্ভবত দশ থেকে এগারটি দেশের প্রেসিডেন্ট, বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী এবং অনেক দেশের উচ্চ পদস্থ কর্মকতারা উপস্থি থাকবেন।’
উশাকভের মতে বিশ্বকাপ ফাইনাল দেখতে আসা বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। আঝ শনিবার প্যালেস্টাইন , গ্যাবন , সুদান এবং মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক করার কথা রয়েছে। আগামীকাল তিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট, কাতারের আমির এবং ফাইনালিস্ট দুই দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ -এর সঙ্গে বৈঠক করবেন। এদের সঙ্গে বৈঠকের তিনি লুঝনিকেতে ফাইনাল ম্যাচ দেখতেও উপস্থিত থাকবেন।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*