প্রাণের ৭১

চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার

২১তম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় প্রায় ৩শ’ ১৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা। রানার্স-আপ দল পাবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ২শ’ ৩৪ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকা। এমন তথ্য দিয়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফা। আগামীকাল বিশ্বকাপের ফাইনাল। সেখানে লড়বে ফ্রান্স ও ক্রোয়েশিয়া।
গত বছরের অক্টোবরে ফিফা জানায়, ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন। অর্থাৎ চলতি বিশ্বকাপে পুরস্কার মূল্য ৪২ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
ফিফা আরও জানায়, বিশ্বকাপে সুযোগ পাওয়া সব দলই খরচ-বাবদ ১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পাওয়া দলগুলি পাবে আরও ৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
শেষ ষোলো থেকে যে দলগুলো বাদ যাবে ছিটকে যাবে তারা পাবে আরও ১২ মিলিয়ন মার্কিন ডলার।
কোয়ার্টার ফাইনাল থেকে যারা বাদ পড়বে তারা পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া দল ২২ মিলিয়ন মার্কিন ডলার। আর যে দল জিতবে তারা পাবে ২৭ মিলিয়ন মার্কিন ডলার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*