সবচেয়ে বেশি ও কম ব্যবহৃত ইমোজি কোনগুলো?
লিখিত শব্দ ছাড়াও মনের ভাব প্রকাশ করার একটা দারুণ উপায় হল ‘ইমোজি’। কোনও একটা ব্যাপারে আমাদের কেমন লাগল, সেটা বোঝানোর জন্য আমরা অনেকেই হার্ট, থাম্বস আপ কিংবা বিষণ্ণ মুখের মতো নানা ইমোজি ব্যবহার করি।
তবে আরও অনেক ইমোজি আছে, যেগুলোর ব্যবহার খুব কম। যেমন ‘এরিয়াল ট্রামওয়ে’ বা ‘নন-পোর্টেবল ওয়াটার সিম্বল’ খুব কম লোকই হয়তো ব্যবহার করেছেন।
সোশ্যাল মিডিয়াতে ইমোজির ব্যবহার ট্র্যাক করে, এমন একটি টুলের জরিপ থেকে জানা যাচ্ছে উপরে উল্লিখিত ওই দুটি ইমোজি-ই টুইটারে সবচেয়ে কম ব্যবহৃত হয়েছে।
তবে সম্প্রতি বিশ্বের সবচেয়ে নি:সঙ্গ ইমোজির খেতাব পাওয়ার লড়াইতে নতুন এক দাবিদারও আবির্ভূত হয়েছে।
আর সেটার নাম ‘ইনপুট সিম্বল ফর ল্যাটিন ক্যাপিটাল লেটারস’!
ইমোজি ট্র্যাকিং
ম্যাথু রথেনবার্গের উদ্ভাবিত ‘ইমোজি ট্র্যাকার’ পৃথিবীর যে কোনও ভাষায় করা যে কোনও টুইটকে ট্র্যাক করে থাকে – এবং গোনে কটা ইমোজি তাতে কতবার ব্যবহার করা হল।
পাঁচ বছর আগে ২০১৩র জুলাইতে চালু হওয়ার পর থেকে এযাবত ওই ট্যাকার ২৩০০ কোটিরও বেশি টুইট লগ করেছে।
তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে জনপ্রিয় ইমোজি হল ‘আনন্দাশ্রু ভরা মুখ’। অনেকে অবশ্য এটাকে লাফিং/ক্রায়িং (যাতে হাসতে হাসতে চোখে জল চলে আসে) ইমোজি নামেও চেনেন।
রথেনবার্গ বিবিসিকে বলছিলেন, “মানুষ বিভিন্ন ধরনের ইমোজি কীভাবে কখন ব্যবহার করে এটা দেখাই ছিল আমার প্রধান উদ্দেশ্য!”
“নানা সাংস্কৃতিক পরিমন্ডলে নানা ধরনের ইমোজির ব্যবহার অনেক ধরনের আকর্ষণীয় ও অজানা জিনিসও কিন্তু উদ্ঘাটন করে”, জানাচ্ছেন তিনি।