প্রাণের ৭১

সীতাকুণ্ডে অবৈধ ক্লিনিক সিলগালা মালিকের কারাদণ্ড

সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকায় মেটারনিটি কেয়ার হাসপাতাল নামক একটি প্রতিষ্ঠানে গতকাল রবিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এ ক্লিনিক পরিচালনার দায়ে মালিক মাহাবুবুর রহমান খানকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। কার্যক্রম বন্ধে সিলগালা করে দেওয়া হয়েছে ক্লিনিক।

অভিযানে নেতৃত্ব দেওয়া সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, আমাতুন নূর কমিউনিটি সেন্টারের ওপরে একটি ফ্লোর ভাড়া নিয়ে দুই বছর আগে ক্লিনিকটি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই চলছিল কার্যক্রম। সেখানে রোগীদের উপযুক্ত পরিবেশও নেই। নিচে কমিউনিটি সেন্টারে চলে নানা অনুষ্ঠান। চিকিত্সার সরঞ্জাম অপ্রতুল। এ জন্য ক্লিনিকটি সিলগালার পাশাপাশি মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমাদের কথায় কর্ণপাত করছিলেন না মালিক। তাই ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*