থ্রিডি প্রিন্টারে চাপানো বন্ধুক, এক নতুন বিপদ?
লোকে ইন্টারনেটে ঢুকে একটা বন্দুক ‘ডাউনলোড’ করবে, ‘প্রিন্ট’ করে সেটা ‘বানিয়ে নেবে’ আর তার পর সোজা সেটা ব্যবহার করতে শুরু করবে – আর সেই আগ্নেয়াস্ত্রের কেউ কোন হদিস পাবে না – এটা কি হতে পারে, না হতে দেয়া উচিত?
এ নিয়ে আমেরিকার আদালতগুলোয় চলছে এক তিক্ত আইনী লড়াই এর বিরোধীরা বলছেন, এর ফলে আমেরিকা – যেখানে প্রতিবছর গুলিতে মারা যায় ৩৫ হাজার লোক – দেশটা অস্ত্রে অস্ত্রে সয়লাব হয়ে যাবে।
কিন্তু সমর্থকরা বলছেন, অস্ত্র পাবার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হবে আমেরিকানদের সাংবিধানিক অধিকারের লংঘন।
ঘরে বানানো আগ্নেয়াস্ত্র?
যে প্রযুক্তি এটাকে সম্ভব করেছে তা হলো থ্রি-ডি প্রিন্টিং।
এটা এমন প্রযুক্তি যাতে কম্পিউটারের সাথে থ্রিডি প্রিন্টার জুড়ে দিয়ে নানা রকম জটিল আকৃতির বস্তু ঘরে বসেই তৈরি করা যায়। সেই ডিজাইন খুব সহজেই অনলাইনে শেয়ার করা যাবে।
ত্রিমাত্রিক প্রিন্টারে জিনিসটি তৈরি হবে একটির ওপর আরেকটি অতি পাতলা প্লাস্টিকের স্তর বসিয়ে। এভাবেই বানানো সম্ভব একটি বন্দুকও ।