শীর্ষপদে নারী থাকলে সবাই কাজ খেয়াল করবে।
ব্যবসায়িক দুনিয়ায় ইন্দ্রা নুয়ি ছিলেন খুবই বিরল একটি উদাহরণ। একজন অভিবাসী এবং একজন নারী হওয়া সত্ত্বেও তিনি গত ১২ বছর যাবৎ পেপসিকোর প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন।
এই কাজের সুবাদেই তিনি ঠাই করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কর্পোরেট ব্যক্তিত্বদের তালিকায়।
এমন এক প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে তিনি ছিলেন যারা বিশ্বব্যাপী ১০০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের পণ্য কেনাবেচা করে আর যাদের রয়েছে ২২টি বিশ্বখ্যাত ব্র্যান্ড, যার মধ্যে কোয়েকার এবং ট্রপিকানা অন্যতম।
২০০৬ সালে তিনি যখন পেপসিকোর প্রধান নির্বাহী হন, তখন অ্যামেরিকার শীর্ষ ৫০০টি পাবলিক কোম্পানি মিলে বারো জন নারী শীর্ষ পদে ছিলেন না।
“আপনি এখন একজন রোল মডেল। ফলে সবাই তখন আপনার কাজ দেখছে, এবং এসব কাজ খুবই কঠিন। কারণ এজন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হবে সব সময়”, ২০১১ সালে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন নুয়ি।