শ্যাম বেনেগালের পরিচালনায় হবে বঙ্গবন্ধু নিয়ে চলচ্চিত্র।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতের প্রস্তাব করা তিন পরিচালকের মধ্যে শ্যাম বেনেগালের নাম চূড়ান্ত করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম একথা জানিয়েছেন।
সোমবার (২৭ আগস্ট) সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, চলচ্চিত্রটির পাণ্ডুলিপির অনুমোদন দেবে বঙ্গবন্ধুর পরিবার। সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, এর আগে গত বছরের ৮ এপ্রিল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক একটি চলচ্চিত্র ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
« বিয়ের ৪ বছর পরও বউ কুমারী, কারন জানুন। (পূর্বের সংবাদ)