বাংলা ধারাভাষ্য নিয়ে হাস্যরস!
‘মাঠ চলে গেল বলের বাইরে’, ‘কর্দমাক্ত আকাশ মেঘমুক্ত মাঠ’ এমন কিছু মজার ধারাভাষ্য বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে প্রচলিত রয়েছে।
এগুলো আসলেই বলা হয়েছে কি না সে নিয়ে সন্দেহের অবকাশ থাকতেই পারে।
তবে মঙ্গলবার বাংলাদেশ ও ভূটানের ম্যাচের ধারাভাষ্য নিয়ে তুলকালাম চলছে ফুটবল ভক্তদের মধ্যে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত হাসির জোয়ার বইছে ধারাভাষ্যকারদের নিয়ে।
বিশেষত ধারাভাষ্যকারদের বেশ কিছু ভুল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।
যেসব ভুল নিয়ে আলোচনা হয়েছে
জেমি ডে অফিশিয়াল কার্ড পরেছেন বেণিটি ব্যাগের মতো করে”।
বদলি হিসেবে মাঠে নামছেন মামুনুল ইসলাম, বাংলাদেশ দলের সাবেক ফুটবলার
বলটি সামনে বাড়িয়ে দিলো এবং মাহবুবুর রহমান এগিয়ে যাচ্ছে তার স্পিড যদি এম্বাপ্পের মতো হয় তাহলে মনে হয় বলটি ধরতে পারবে
বাংলাদেশের দর্শকরা উপলব্ধি করার চেষ্টা করছেন কিভাবে তারা ম্যাচটি উপলব্ধি করবেন
খেলার সময় অতিক্রান্ত হয়েছে বাইশ অর্থাৎ টুয়েন্টি টু মিনিট
ভূটান পরেছে কমলা রঙের জার্সি, অপরদিকে বাংলাদেশ পরেছে সবুজ রঙের জার্সি, সাদা রঙের প্যান্ট, সাদা রঙের মোজা হলুদ রঙের মোজা, অর্থাৎ ইনি গোলকিপার
শেষ পর্যন্ত বাদশাহ বলটি কে পাহারা দিলো এবং পাহারা দিতে দিতে গোল লাইন এর বাহিরে পর্যন্ত নিয়ে গেলো
প্রথম তিন মিনিটে (টাইব্রেকারের) মাধ্যমে এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ