জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোক্কাইডোতে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬৬০ জন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রাকৃতিকে দুর্যোগের কারণে রাজধানী টোকিওর বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। গত বৃহস্পতিবার ওই শক্তিশালী ভূমিকম্প আঘাতে হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৭।
দেশটিতে গত কয়েকদিন ধরে একের পর এক ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও ভূমিধসের মত নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। সোমবার জাপানের দমকল ও দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থা জানায়, ভূমিধসের পর এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে প্রায় ২৫০০ মানুষ। সূত্র: রয়টার্স
« ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলা! দুই ব্রিটিশ পর্যটকসহ আহত ৭ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুইডেনে সরকার গঠনে বিরোধীদের আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর »