প্রাণের ৭১

ঝালকাঠিতে ডাকাতি মামলায় ৭ জনকে ২০ বছর করে কারাদন্ড

ঝালকাঠির যুগ্ম দায়রা জজ ১ম আদালত ডাকাতি মামলায় ৭ জনকে দন্ডবিধির ২টি ধারায় ২০ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে। গতকাল সোমবার বিকালে আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলার মনোহরপুর, সাংগর, ও জগন্নাথপুর গ্রামের মো: মেহেদী হাসান ওরফে বাবুল, কেরামত আলী, মনির হোসেন, জাহাঙ্গীর হাওলাদার, মো: পান্নু, জাকির হোসেন ও আ: ছালাম হাওলাদার। আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৫ জানুয়ারি দিবাগত রাত ২ টার দিকে রাজাপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুস সোমেদ হাওলাদারের বাড়ীতে একটি সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট চালিয়ে নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় ও ঘরের লোকজনকে পিটিয়ে আহত করে।।

এ ঘটনায় সোমেদ হাওলাদারের পুত্র জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১০ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর আ.স.ম. মোস্তাফিজুর রহমান মনু সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*